রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে পাঁচ জুয়াড়িসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৮ 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আড়াইহাজারে পাঁচ জুয়াড়িসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৮ 

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত রোববার রাতে পৃথক পৃথক স্থান থেকে ৫ জুয়াড়ি ও নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। 

এর মধ্যে একটি অটোরিকশা চুরির অভিযোগে একজনকে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়েছে এবং ৩ জন রিমান্ডের আসামি রয়েছে। 

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, ঈদ পরবর্তীতে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে উল্লেখিত আসামিরা ধরা পড়ে। 

এরা হচ্ছে, উপজেলার খাগকান্দা ইউনিয়নের হোগলাকান্দা গ্রামের মৃত কাসেমের ছেলে শাহ আলী, খাগকান্দা পাঁচানীপাড়া গ্রামের মৃত বারেকের ছেলে শারফিন, পাঁচানী গ্রামের জয়নালের ছেলে শাহআলম, ও খাহকান্দা পাঁচানীপাড়ার রাজ্জাকের ছেলে মাইনুল্লাহ। এরা জুয়ার আড্ডা থেকে গ্রেপ্তার হয়। 

নরসিংদী সদর থানার নবীপুর এলাকার আশরাফ আলীর ছেলে শাহ আলমকে একটি অটোরিকশা চুরির ঘটনায় চোরাই অটোরিকশাসহ গোপালদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া বাকীদেরকে বিভিন্ন অভিযোগ ও মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

টিএইচ